জেঁকে বসছে ঠান্ডা, শৈত্যপ্রবাহের আভাস

প্রচণ্ড ঠান্ডা নিয়ে সতর্কতা জানিয়েছে আবহাওয়া অবজারভেশন টিম। আগামী ১০ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত তীব্র ঠান্ডা অনুভূত হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এসব তথ্য জানিয়েছে।

সতর্ক বার্তায় বলা হয়, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, রংপুর ও শ্রীমঙ্গলের আশেপাশের এলাকার রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১০°-১১° সেলসিয়াসের আশপাশে নেমে আসতে পারে।

বিশেষ করে রংপুর রাজশাহী এবং সিলেট ও খুলনা বিভাগের কিছু কিছু স্থানের তাপমাত্রার ১০°/১১° সেলসিয়াসের আশপাশে নেমে আসতে পারে।  দেশের বাকি স্থানগুলোতেও তাপমাত্রা ১৩°-১৬° সেলসিয়াসের আশপাশে নেমে যেতে পারে।

এছাড়া ঢাকা, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানেই রাতের সর্বনিম্ন গড় তাপমাত্রা নামতে পারে ১৩°-১৬° সেলসিয়াসের মধ্যে।