ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় (বিএসসিএস) আয়োজিত সিনিয়র অফিসার পদের লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সমন্বিত ব্যাংক নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিনিয়র অফিসার পদের (Job ID-10220) লিখিত পরীক্ষা আজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হলো।
ফলে নির্ধারিত সময়ে পরীক্ষাটি আর নেওয়া হচ্ছে না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে যথাসময়ে জানিয়ে দেয়া হবে।