দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘ক্রেডিট মনিটরিং’ বিভাগে ‘ইনচার্জ’ পদে দক্ষ জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।
পদের নাম: ইনচার্জ
বিভাগ: ক্রেডিট মনিটরিং
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম (বেসরকারি চাকরি)
আবেদনের যোগ্যতা:
প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ অথবা এমবিএ পাস হতে হবে। বিশেষ করে ইলেকট্রনিক্স বা হোম অ্যাপ্লায়েন্স শিল্পে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ থেকে ৮ বছরের পেশাদার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স ও কর্মস্থল:
প্রার্থীর বয়স সীমা ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। নারী ও পুরুষ উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীর কর্মস্থল হবে ঢাকা।
বেতন ও সুযোগ-সুবিধা:
বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য আকর্ষণীয় সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা যমুনা গ্রুপের অফিশিয়াল ওয়েবসাইট (https://jamunagroup.com.bd) অথবা অনলাইন জব পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ জানুয়ারি ২০২৬।