সাউথইস্ট ব্যাংকে বড় নিয়োগ: ৪৫ বছর বয়সেও আবেদনের সুযোগ

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক সাউথইস্ট ব্যাংক পিএলসি লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি তাদের ‘কার্ড ডিভিশন’-এ গুরুত্বপূর্ণ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: ডেপুটি হেড অব কার্ড ডিভিশন
পদসংখ্যা: ১ জন

যোগ্যতা ও অভিজ্ঞতা:
আবেদনকারী প্রার্থীকে অবশ্যই স্নাতকোত্তর অথবা এমবিএ ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট খাতে অন্তত ১২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪৫ বছর পর্যন্ত গ্রহণযোগ্য।

সুযোগ-সুবিধা:
নিযুক্ত প্রার্থীকে ঢাকায় স্থায়ীভাবে কাজ করতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এটি একটি ফুল টাইম (স্থায়ী) চাকরি। নারী ও পুরুষ উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকম (BDJobs) এর মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ ফেব্রুয়ারি ২০২৬।