৪৮তম বিশেষ বিসিএসে অ্যাপিয়ার্ড প্রার্থীদের শর্ত দিয়েছে পিএসসি

সম্প্রতি ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে অ্যাপিয়ার্ড (অবতীর্ণ) প্রার্থীদের জন্য আবেদনে কিছু শর্ত দেওয়া হয়েছে। যা পিএসসির বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। 

পিএসসির তথ্য অনুযায়ী, আবেদন শেষ সময় ২৫ জুন সন্ধ্যা ৬টায়। তাই শুধু সেসব প্রার্থীকে অবতীর্ণ (অ্যাপিয়ার্ড) প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে। যাদের স্নাতক/স্নাতকোত্তর পর্যায়ের সব লিখিত পরীক্ষা ৪৮তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র গ্রহণের শেষ তারিখের মধ্যে অর্থাৎ আগামী ২৫ জুনের মধ্যে সম্পূর্ণভাবে শেষ হয়েছে।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, যদি কোনো প্রার্থী এমবিবিএস অথবা সমমান, বিডিএস অথবা সমমানের পরীক্ষায় অবতীর্ণ হয়ে থাকেন এবং তার ওই পরীক্ষার ফলাফল ৪৮তম বিশেষ বিসিএসের আবেদনপত্র দাখিলের (অনলাইন রেজিস্ট্রেশনের) শেষ তারিখ পর্যন্ত প্রকাশিত না হয়, তাহলেও তিনি অবতীর্ণ প্রার্থী হিসেবে অনলাইনে আবেদন করতে পারবেন। তবে তা সাময়িকভাবে গ্রহণ করা হবে।

শুধু সেই প্রার্থীকেই অবতীর্ণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে। যার এমবিবিএস/সমমান, বিডিএস/সমমানের সব লিখিত পরীক্ষা ৪৮তম বিশেষ বিসিএসের আবেদনপত্র গ্রহণের শেষ তারিখের মধ্যে অর্থাৎ ২৫ জুনের মধ্যে সম্পূর্ণরূপে শেষ হয়েছে এবং তিনি উক্ত লিখিত পরীক্ষায় পাস করে ডিগ্রি অর্জন করবেন। তবে শর্ত হলো উক্ত লিখিত পরীক্ষার কোনোটিতে ফেল করাসহ অন্য কোনো কারণে ডিগ্রি অর্জিত না হলে তার প্রার্থিতা বাতিল গণ্য হবে।