নিয়োগ দেবে পল্লী বিদ্যুৎ, আবেদন করুন আজই 

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির শূন্য পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি। আগ্রহীদের জেনারেল ম্যানেজার, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, ওয়েজখালী, সুনামগঞ্জ বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন পত্র পাঠাতে হবে। আবেদন করা যাবে আগামী ১৩ জুলাই পর্যন্ত। 

নির্ধারিত ফরম ব্যতীত অন্যকোন ফর্মে/সাদা কাগজে/টাইপকৃত/সরাসরি কোনো আবেদনপত্র এবং উল্লেখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণ যোগ্য হবে না। সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের আবেদন করার প্রয়োজন নেই।

এক নজরে পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রতিষ্ঠানের নাম: সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি 
পদসংখ্যা: ০২টি 
লোকবল নিয়োগ: ০৫ জন 

পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ০৩টি (কম/বেশি হতে পারে) 
বেতন: পবিস বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী বেতন স্কেল ১৬,৬০০ থেকে ৪১,৯৫০ টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন।
শিক্ষাগত যোগ্যতা: বিআরটিএ কর্তৃক প্রদত্ত মেয়াদ সমৃদ্ধ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং লাইসেন্স এর সত্যায়িত অনুলিপি আবেদন পত্রের সাথে জমা দিতে হবে।

পদের নাম: কুক কাম কেয়ার টেকার
পদসংখ্যা: ০২টি (কম/বেশি হতে পারে) 
বেতন: পবিস বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী বেতন স্কেল ১৫,৫০০ থেকে ৩৯,১৭০ টাকা নিয়ম অনুযায়ী বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং রান্নার কাজে ৪ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: শুধু পুরুষ 
কর্মস্থল: সুনামগঞ্জ

বয়সসীমা: ১৩ জুলাই ২০২৫ তারিখ ১৮-৩২ বছর। তবে ০১ নং পদের ক্ষেত্রে ৪৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন ফি: জেনারেল ম্যানেজার, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এর অনুকূলে যে কোনো তফসিলভুক্ত ব্যাংকে ১০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট করতে হবে। এবং টাকা জমার রশিদ আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা: জেনারেল ম্যানেজার, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, ওয়েজখালী, সুনামগঞ্জ।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।