প্রত্যাশার ভোরে,
চেষ্টার দুপুরে
প্রাপ্তির বিকেলে,
যেটুকু পেলে-
মনের চোখ খুলে,
হিসাব কি মেলে?
হ্যাঁ কিংবা না?
যার মিলে যা
রক্তের ধারা,
ভক্তের তাড়া,
অর্ধাঙ্গিনী,
কতটুকু চিনি?
মাঠির ওপরে পা।
মাথার ওপর আকাঙ্কা,
ঘর্মাক্ত কপালে মুছে যায়
জীবনের নির্ধারিত সংজ্ঞা!