দৈনিক খবর সংযোগের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি বাছির উদ্দিন জুয়েল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় মুন্সীগঞ্জ শহর জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে সকাল ১১টা ৩০ মিনিটে মুন্সীগঞ্জ প্রেসক্লাব চত্বরে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাদ জোহর তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের টংগীবাড়ি উপজেলার বাহেরপাড়ায় আরেকটি জানাজা শেষে তাকে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের বড় ভাই নাসির উদ্দীন উজ্জ্বল।
তার মৃত্যুতে মুন্সীগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিক সমাজসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।