ডিআরইউর প্রতিবাদ সমাবেশ

অবিলম্বেই সাগর-রুনি হত্যার বিচার দাবি

সাংবাদিক সাগর ও রুনি দম্পতি হত্যা মামলার অবিলম্বে বিচার দাবি করেছেন সাংবাদিকরা। তারা বলেছেন, ১২ বছরেও মামলার তদন্ত শেষ না হওয়া অত্যন্ত লজ্জার। তদন্তকারী সংস্থা ব্যর্থতার পরিচয় দিয়েছে। পিবিআই বা অন্য সংস্থাকে তদন্তের দায়িত্ব দিয়ে অবিলম্বে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে এক প্রতিবাদ সমাবেশে এ দাবি জানান বক্তারা।

বক্তারা বলেন, সাংবাদিকদের হত্যা করা হলে তার বিচার হচ্ছে না। সাগর-রুনির হত্যা তদন্ত নিয়ে আইনমন্ত্রী আনিসুল হক কাণ্ডজ্ঞানহীন ও দায়িত্বহীন বক্তব্য দিয়েছেন। এমন বক্তব্য তিনি দিতে পারেন না। এমন বক্তব্য দেওয়ার জন্য আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়। তদন্তকারী সংস্থা র‌্যাব ব্যর্থ হলে অন্য সংস্থাকে তদন্তের দায়িত্ব দেওয়ার দাবি জানানো হয়। সাংবাদিকদের ঐব্যবদ্ধ হয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়ার দাবি জানানো হয়।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নৃশংসভাবে খুন হন সাগর-রুনি দম্পতি। এরপর গত ১২ বছর ধরে এই হত্যার বিচারের দাবিতে আন্দোলন করে আসছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। সাগর-রুনি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় ১০৫ বার পিছিয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারি আবারও দিন ধার্য করা হয়েছে।