করোনা মহামারিতে প্রয়াত সাংবাদিক হুমায়ুন কবীর খোকনের মেয়েকে চলতি বছরে ‘ও’ লেভেল পরীক্ষায় অংশগ্রহণের জন্য সার্বিক খরচ হস্তান্তর করেছে দৈনিক খবর সংযোগ পরিবার। মরহুম এই সাংবাদিকের মেয়ে এ বছর পরীক্ষায় ৬টি বিষয়ে অংশগ্রহণ করছে।
শনিবার (১৮ মে) দৈনিক খবর সংযোগের বনশ্রী কার্যালয়ে হুমায়ুন কবীর খোকনের সহধর্মিনী শারমিন সুলতানা রীনার কাছে শিক্ষা সহায়তার নগদ অর্থ হস্তান্তর করেন পত্রিকাটির সম্পাদক শেখ নজরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক খবর সংযোগের ব্যবস্থাপনা সম্পাদক শেখ সামিন ইয়াসার, মিডিয়া ফ্রন্ট লাইনের সিসিও জাকির মজুমদার, দৈনিক খবর সংযোগের প্রধান প্রতিবেদক আবু সুফিয়ান প্রমুখ।
শিক্ষা সহায়তার বিষয়ে শারমিন সুলতানা রীনা বলেন, ‘আমাদের তো আর কেউ নেই। আমাদের বিপদে সাংবাদিকদের এগিয়ে আসায় আমরা কৃতজ্ঞ।’
উল্লেখ্য, করোনায় আক্রান্ত হওয়ার পর রাজধানীর একটি হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০২০ সালের ২৮ এপ্রিল রাতে মারা যান সাংবাদিক হুমায়ুন কবীর খোকন। গণমাধ্যমে অত্যন্ত পরিচিত মুখ হুমায়ুন কবির দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক ও প্রধান প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে তিনি দৈনিক আমাদের সময়, মানবজমিনসহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছেন। এ ছাড়া কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)-এর সভাপতি হুমায়ুন কবীর খোকন ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।