গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে, এমন দাবিতে রোববার (২২ ডিসেম্বর) বেশ কয়েকটি গণমাধ্যম ও সামাজ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। কিন্তু অনুসন্ধানে দেখা গেছে, এটি নিছকই ভুয়া খবর, এর আদৌ কোনো সত্যতা নেই। খবর রিউমর স্ক্যানার ডটকম’র।
রোববার দেশের শীর্ষ স্থানীয় বেসরকারি টিভি চ্যানেল একাত্তর টিভি, সময় টিভি, একুশে টিভি, চ্যানেল ২৪, আরটিভি, দীপ্ত নিউজ, মোহনা টিভি, নাগরিক টিভি (ফেসবুক) ছাড়াও কালবেলাসহ দেশের কয়েকটি গণমাধ্যম এমন খবর প্রচার করে।
রিউমর স্ক্যানার টিম অনুসন্ধানে দেখেছে, কিন্তু প্রকৃতপক্ষে ইন্টারপোলের ওয়েবসাইট পর্যবেক্ষণ করে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। তাছাড়া, এ পর্যন্ত এমন কোনো তথ্য বাংলাদেশ পুলিশের কাছে নেই বলে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তর।
ইন্টারপোলের ওয়েবসাইটে পাবলিক রেড নোটিশ জারি হওয়া বাংলাদেশি নাগরিকদের বিষয়ে অনুসন্ধানে ৬৩ জনের নাম পাওয়া যায়, যাদের বিরুদ্ধে খুন, পর্নোগ্রাফিক কন্টেন্ট তৈরি করে বিতরণসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। তবে, এই ৬৩ জনের মধ্যে শেখ হাসিনার নাম পাওয়া যায়নি।
এদিকে, রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান সাংবাদিকদের জানান, ইন্টারপোল হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে কি না, সে বিষয়টা বলার দায়িত্ব হচ্ছে পুলিশের। এই খবর পরিষ্কারভাবে তারা বলতে পারছেন না।
অথচ তাকের উদ্ধৃত করেই গণমাধ্যম ও সমাজমাধ্যমে ওই ভুয়া খবর দ্রুত ছড়িয়ে পড়ে।
তবে রোববারই জুলাই-আগস্ট গণহত্যা মামলার প্রধান আসামি পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে বলে বার্তা সংস্থা বাসসের খবরে বলা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ইন্টারপোলে ওই আবেদন করেছে।