সাংবাদিক রেজাউল করিমের পিতার ইন্তেকাল

ঢাকা টাইমস-এর টাঙ্গাইল জেলা প্রতিনিধি সাংবাদিক রেজাউল করিমের পিতা মো. আব্দুল বারী মিয়া বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৬ মে) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের মঙ্গলহোড় গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৪ বছর।

মরহুম মো. আব্দুল বারী মিয়ার পিতার নাম ছিল মৃত মো. বশির মিয়া এবং মাতা মৃত জেলাতন বেওয়া। তিনি চার পুত্র, দুই কন্যাসহ বহু নাতি-নাতনি এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার (১৭ মে) সকাল ১১টায় মঙ্গলহোড় উত্তর পাড়া ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়।

জানাজার নামাজে অংশ নেন টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি হামিদুল হক মোহন, দেলদুয়ার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস. এম. ফেরদৌস আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ চাঁন খাঁ, দেলদুয়ার উপজেলা যুবদলের সভাপতি অপু তালুকদার শিপলুসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী ও এলাকাবাসী।

মরহুমের মৃত্যুতে টাঙ্গাইলের সাংবাদিক মহল, রাজনৈতিক অঙ্গন, সুশীল সমাজসহ বিভিন্ন স্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তারা সাংবাদিক রেজাউল করিম ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।