রাজধানীর কাকরাইলে শুক্রবার (২৯ আগস্ট) রাতে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। মাথায় আঘাত ও রক্তক্ষরণজনিত কারণে বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। তাকে নিয়ে এবং এ ঘটনার নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন আল-জাজিরার সংবাদিক জুলকারনাইন সায়ের।
শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাত ২টা দিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেন-
‘২০১৮ পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে একজন সুপরিচিত মুখ নুরুল হক নুর। ২০১৮ থেকে আজ পর্যন্ত কমপক্ষে হলেও ১৪ বার সরাসরি হামলার শিকার হয়েছেন এই রাজনীতিবিদ। কেবল শারীরিকভাবেই না, বিভিন্ন মহল থেকে তাকে ইসরাইলি গোয়েন্দা সংস্থা, ভারতীয় গোয়েন্দা সংস্থা এমনকি দেশীয় গোয়েন্দা সংস্থার চর হিসেবেও ট্যাগ দেওয়ার আপ্রাণ চেষ্টা করা হয়।
কিন্তু এতকিছুর পরও নুর কখনোই দমে যাননি, বরং প্রতিবার আঘাতের পর আরও সাহসী ভূমিকায় তিনি ফিরে এসেছেন। ইনশাআল্লাহ এবারও তার ব্যতিক্রম হবে না। যারাই আজ নুরের ওপর এই নোংরা হামলার ধৃষ্টতা দেখালেন, তাদের প্রতি একরাশ ঘৃণা’।