ময়মনসিংহে বিশেষ সভা

নতুন কুঁড়িতে আবেদন ১৩ সেপ্টেম্বর পর্যন্ত

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ঐতিহ্যবাহী ‘নতুন কুঁড়ি-২০২৫’ প্রতিযোগিতায় শিশু ও কিশোর-কিশোরীদের অংশগ্রহণ বৃদ্ধিকল্পে ময়মনসিংহে বিশেষ প্রচার কৌশল সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেরে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান আলোচক বিটিভির অনুষ্ঠান নির্বাহী মঈনুর রহমান মোল্লা বলেন, 'নতুন কুঁড়ি' শুধু একটি টেলিভিশন অনুষ্ঠান নয়, এটি আমাদের সংস্কৃতি চর্চা ও শেকড়ের সঙ্গে নতুন প্রজন্মকে যুক্ত করার এক মহৎ উদ্যোগ। এতে অংশগ্রহণের আবেদনের সময়সীমা ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সাংস্কৃতিক ঐতিহ্যবাহী ময়মনসিংহ অঞ্চল থেকে আরো বেশি শিশু-কিশোরের অংশগ্রহণ এ আয়োজনকে আরো সমৃদ্ধ করবে।

এ সময় 'নতুন কুঁড়ি' ময়মনসিংহ-১ (ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর) অঞ্চল ও বিভাগীয় অডিশন কমিটির আহ্বায়ক মঈনুর রহমান মোল্লা সভায় 'নতুন কুঁড়ি' বিষয়ে প্রচারের জন্য বিশেষ করে গণযোগাযোগ অধিদপ্তরের জেলা তথ্য অফিসগুলোকে ধন্যবাদ জানান।

পাশাপাশি প্রচার কাজে মাত্রাযোগের বিভিন্ন কৌশল হিসেবে বিদ্যালয় ও মাদ্রাসা ভিত্তিক প্রচার, স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের সম্পৃক্ততা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম বৃদ্ধির সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসকরা, ময়মনসিংহের গণযোগাযোগ ও তথ্য অধিদপ্তর, বিটিভি, বেতার, শিক্ষা এবং প্রাথমিক শিক্ষা বিভাগ, শিশু ও শিল্পকলা একাডেমীর কর্মকর্তারা, বিটিভি সদর দপ্তরের উপ-পরিচালক (নিরাপত্তা) ও ময়মনসিংহ-২ (জামালপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল) আঞ্চলিক অডিশন কমিটির আহ্বায়ক তামিমা সুলতানা এবং অনুষ্ঠান প্রযোজক হাসান রিয়াদ, গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিরা এ আলোচনায় অংশ নেন।