রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও চার নির্বাচন কমিশনার।
বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১২টার কিছু পরে তারা বঙ্গভবনে প্রবেশ করেন। এর আগে, বেলা ১১টা ৪০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে রওনা করেন সিইসি ও চার নির্বাচন কমিশনার।
সাক্ষাৎ শেষে সিইসির জাতির উদ্দেশে ভাষণ রেকর্ড করা হবে, যেখানে আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার এই ভাষণ সম্প্রচার করবে।