বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি)-এর ২৫ তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সশস্ত্র বাহিনী বিভাগের মাল্টিপারপাস হলে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বিএনএসিডব্লিউসি’র চেয়ারম্যান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান সভায় সভাপতিত্ব করেন। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা এবং বাহিনীসমূহ হতে বিএনএসিডব্লিউসি’র মোট ৪৩ জন সামরিক ও অসামরিক সদস্য এই সভায় অংশগ্রহণ করেন।
সভায় আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র কনভেনশন ও রাসায়নিক অস্ত্র (নিষিদ্ধকরণ) আইন, ২০০৬, বাংলাদেশ এর বিধিবিধান কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্য সংক্রান্ত সব কার্যক্রম ও তফসিল বহির্ভূত স্বতন্ত্র জৈব রাসায়নিক দ্রব্য উৎপাদন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে বিএনএসিডব্লিউসি’র সঙ্গে অনলাইনে নিবন্ধনের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।
দেশ রাসায়নিক অব্যবস্থাপনাজনিত কারণ সম্প্রতি ঘটে যাওয়া মিরপুর, গাজীপুর ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের অগ্নি দুর্ঘটনার ভয়াবহতা এবং এ ধরণের দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট সবার কার্যকরী ভূমিকার ব্যাপারে নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়াও, দেশের সার্বিক রাসায়নিক নিরাপত্তা ব্যবস্থা সুসংহতকরণ ও রাসায়নিক দুর্ঘটনা মোকাবিলায় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আমদানীকারক, ব্যবহারকারী, কাস্টমস ও আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সবাইকে যথাযথ কার্যকরী ভূমিকা পালন করার বিষয়ে চেয়ারম্যান, বিএনএসিডব্লিউসি বিশেষ গুরুত্বারোপ করেন।