২০২৬ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার

২০২৬ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ঘোষিত তালিকা অনুযায়ী, আগামী বছরে মোট ২৮ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে ১৪ দিন সাধারণ ছুটি এবং বাকি ১৪ দিন নির্বাহী আদেশে নির্ধারিত ছুটি। এই ক্যালেন্ডার অনুযায়ী সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সেক্টরের কর্মসূচি নির্ধারণ করা হবে।

২০২৬ সাল বাংলাদেশের নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ। সরকারি ছুটি ও দিবসের দিক থেকে বিশেষভাবে সুপরিকল্পিত। ২০২৬ সাল ধর্মীয়, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের গুরুত্বপূর্ণ দিনগুলো সুনির্দিষ্ট তারিখে পড়েছে, যা সরকারি কর্মচারী, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং সাধারণ জনগণকে তাদের ব্যক্তিগত ও পেশাদার সময়সূচি পরিকল্পনার ক্ষেত্রে সহায়তা করবে। দেশের বিভিন্ন উৎসব এবং জাতীয় স্মরণীয় দিনগুলো এক নজরে দেখে নাগরিকরা তাদের ছুটি এবং কাজের পরিকল্পনা সহজেই নির্ধারণ করতে পারবেন।

২০২৬ সালে সরকারি ছুটি কত দিন?
সরকার ৯ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন বছরে সাধারণ ছুটি থাকবে ১৪ দিন। সেই সঙ্গে নির্বাহী আদেশে ছুটি থাকছে আরও ১৪ দিন।

অন্যদিকে ২০২৬ সালের ঐচ্ছিক ছুটির মধ্যে মুসলিম পর্বে মোট ৫ দিন, হিন্দু পর্বে মোট ৯ দিন, খ্রিষ্টান পর্বে মোট ৮ দিন, বৌদ্ধ পর্বে মোট ৭ দিন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর কর্মচারীদের ক্ষেত্রে মোট ২ দিন করে ছুটি নেওয়া যাবে।

একজন কর্মচারী তার নিজ ধর্ম অনুযায়ী বছরে অনধিক মোট ৩ (তিন) দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি পাবেন। এজন্য প্রত্যেক কর্মচারীকে বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত ৩ (তিন) দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমোদন নিতে হবে।

সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করে ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেওয়া হয়। যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে অথবা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করা হয়েছে, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে।

২০২৬ সালে সব মিলিয়ে ছুটি থাকবে ২৮ দিন, যার মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার)।