পোস্টাল ব্যালটে নিবন্ধনের সময় বাড়লো

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিবন্ধনের সময়সীমা ৬ দিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোটাররা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাবেন।

বুধবার (২৪ ডিসেম্বর) নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের পূর্বনির্ধারিত সময় ছিল ২৫ ডিসেম্বর পর্যন্ত, যা এখন বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছে।

ইসি সচিব আরও জানান, গত ১৯ নভেম্বর থেকে প্রবাসীদের নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়। বুধবার বিকেল ৫টা পর্যন্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে অবস্থানরত ৬ লাখ ৮০ হাজার ৯২২ জন বাংলাদেশি পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন এবং এই সংখ্যা প্রতি মুহূর্তে বাড়ছে।

তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমার শেষ সময় ২৯ ডিসেম্বর। ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ এবং ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক পাওয়ার পর ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রার্থীরা নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন।