বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৬তম বিসিএসের স্থগিত হওয়া মৌখিক পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করেছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৮ জানুয়ারি থেকে তৃতীয় পর্যায়ের এই মৌখিক পরীক্ষা শুরু হবে। এই ধাপে মোট ১ হাজার ৩৬১ জন প্রার্থী অংশ নেওয়ার সুযোগ পাবেন। অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাডারের ৩৯০ জন, কারিগরি বা পেশাগত ক্যাডারের ৭৩৮ জন এবং উভয় ক্যাডারের ২৩৩ জন প্রার্থী রয়েছেন।
পরীক্ষাগুলো রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত পিএসসির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। ঘোষিত সূচি অনুযায়ী, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৫ ও ২৬ জানুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর ২০২৫ এবং ১ জানুয়ারি ২০২৬ তারিখে যে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল, সেগুলোর প্রেক্ষিতেই এই নতুন তারিখ ও সময়সূচি নির্ধারণ করেছে কমিশন। প্রার্থীদের নির্ধারিত সময়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ পিএসসি কার্যালয়ে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।