ঢাকার ৯ ফ্লাইট নামলো চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে

তীব্র শীত ও ঘন কুয়াশার প্রভাবে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। ঘন কুয়াশায় রানওয়ের দৃশ্যমানতা (Visibility) কমে যাওয়ায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (২ জানুয়ারি) ভোর পর্যন্ত ৯টি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে বিকল্প বিমানবন্দরে অবতরণ করেছে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিরাপত্তাজনিত কারণে রানওয়ে দৃশ্যমান না থাকায় ৪টি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে, ৪টি ভারতের কলকাতা বিমানবন্দরে এবং ১টি থাইল্যান্ডের ব্যাংকক বিমানবন্দরে ডাইভারশন করা হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৯টার পর কুয়াশার ঘনত্ব কমে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফ্লাইট অপারেশন শুরু হয়। ডাইভারশন হওয়া ফ্লাইটগুলোকে ইতোমধ্যে ঢাকায় ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

এদিকে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দেশজুড়ে চলমান এই শীত ও কুয়াশার দাপট আগামী আরও পাঁচ দিন অব্যাহত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দিনগুলোতে সারাদেশে তাপমাত্রা আরও কমতে পারে, যা শীতের তীব্রতা আরও বাড়িয়ে দেবে।