স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

স্পেনের দক্ষিণাঞ্চলীয় কর্ডোবা শহরের কাছে আদামুজে এক দ্রুতগতির ট্রেনের মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক  প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই ভয়াবহ দুর্ঘটনায় মূল্যবান প্রাণহানি ও অসংখ্য মানুষ আহতের ঘটনায় তিনি স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ পেরেজ-কাস্তেজনের কাছে একটি বিশেষ শোকবার্তা পাঠিয়েছেন। 

মঙ্গলবার(২০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই সমবেদনা বার্তার তথ্য নিশ্চিত করা হয়েছে। 

স্পেনের প্রেসিডেন্টকে পাঠানো বার্তায় ড. ইউনূস উল্লেখ করেন, এই হৃদয়বিদারক সংবাদে বাংলাদেশের জনগণ ও সরকার গভীরভাবে মর্মাহত। তিনি ব্যক্তিগতভাবে এবং দেশের মানুষের পক্ষ থেকে নিহতদের শোকসন্তপ্ত পরিবার ও ভুক্তভোগীদের প্রতি গভীর সমবেদনা ও সমানুভূতি জানান। প্রধান উপদেষ্টা বলেন যে এই কঠিন সময়ে বাংলাদেশের মানুষের প্রার্থনা ও সহানুভূতি স্পেনের জনগণের পাশে রয়েছে।

শোকবার্তায় অধ্যাপক ইউনূস নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করার জন্য প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি দুর্ঘটনায় আহত সকলের দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য কামনা করেছেন।