===========================

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে সেনাসদস্যদের সর্বোচ্চ পেশাদারত্ব, নিরপেক্ষতা এবং শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একইসঙ্গে তিনি মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের সময় ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ করেছেন।

বুধবার (২৮ জানুয়ারি) পটুয়াখালী ও খুলনা অঞ্চলে মোতায়েন করা সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পরিদর্শনকালে তিনি এসব দিকনির্দেশনা প্রদান করেন।

সফরকালে সেনাপ্রধান পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ সভায় অংশ নেন। সেখানে তিনি উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পটুয়াখালী সফরকালে তিনি জেলা শিল্পকলা একাডেমিতে স্থাপিত অস্থায়ী সেনা ক্যাম্প পরিদর্শন করেন এবং কর্তব্যরত সেনাসদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পটুয়াখালীর কার্যক্রম পর্যবেক্ষণ শেষে সেনাপ্রধান খুলনার উদ্দেশে রওনা হন এবং সেখানেও একই ধরনের নিরাপত্তা ও সমন্বয় কার্যক্রম তদারকি করেন।

সেনাপ্রধানের এই সফর ও কঠোর নির্দেশনা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর অঙ্গীকারের প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।