আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের পর্যবেক্ষণ নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, ‘সাংবাদিকরা নির্বাচন পর্যবেক্ষণ করলে সেখানে স্বচ্ছতা থাকবে। সংবাদ সংগ্রহের কাজ সহজ করতে কমিশন সব ধরনের সহযোগিতা প্রদান করবে।’
তবে সভায় উপস্থিত সাংবাদিক নেতারা নির্বাচন কমিশনের বিদ্যমান ‘সাংবাদিক নীতিমালা’ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তারা নীতিমালা সংশোধন এবং ভোট পর্যবেক্ষণের পাস দেওয়ার ক্ষেত্রে বর্তমান অনলাইন পদ্ধতির জটিলতা নিরসন করে তা আরও সহজ করার আহ্বান জানান।
সাংবাদিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী রোববারের (১ ফেব্রুয়ারি) মধ্যে যদি নীতিমালা সংশোধন ও পাসের জটিলতা দূর করা না হয়, তবে পেশাদার সাংবাদিকরা নির্বাচন কাভার করবেন কি না, সে বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন। জবাবে সিইসি বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দেন।