বিজয় দিবস কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

‘৯ম ঢাকা ব্যাংক বিজয় দিবস কাপ গলফ টুর্নামেন্ট-২০২৩’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৯ ডিসেম্বর) আর্মি গলফ ক্লাবে চার দিনব্যাপী টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

R - 03

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় সেনাপ্রধান বলেন, এ ধরণের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

R -02

উল্লেখ্য, গত ০৬ ডিসেম্বর শুরু হওয়া টুর্নামেন্টের উদ্বোধন করেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. মঈন খান।

R - 06

অনুষ্ঠানের শুরুতে বীর মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পরিয়ে সম্মান প্রদর্শন করেন সেনা প্রধান। প্রতিযোগিতায় দেশি/বিদেশি খেলোয়াড়সহ সর্বমোট ৮০৬ জন গলফার অংশগ্রহণ করেন। 

R -08

টুর্নামেন্টে মাহমুদুল হক শামিম চ্যাম্পিয়ন, ইঞ্জিনিয়ার এ কে এম আব্দুর রাজ্জাক ভ্যাটারান উইনার, ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা আমিনুল ইসলাম (অবঃ) সিনিয়র উইনার, মিসেস নিলা আজিজ লেডি উইনার এবং মাস্টার শেখ সামির হোসেন জুনিয়র উইনার হওয়ার কৃতিত্ব অর্জন করেন। 

R -07

সমাপনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, স্পন্সর, আর্মি গলফ ক্লাবের সদস্য, অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।