নির্বাচনের আগে মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরাতেই সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) অসত্য তথ্যনির্ভর সংবাদ সম্মেলন করেছে’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার (২৪ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, সিপিডির রিপোর্ট কিছু অসত্য তথ্য নির্ভর। সেটা ঠিক নয়। বিদেশি ঋণ উন্নয়ন বাজেটের ৭৫ ভাগ যা সঠিক নয়। এটা ভুল তথ্য। এমন অনেক ভুল তথ্য থাকতে পারে।
ব্যাংকিং খাতে কিছু অনিয়ম হয়েছে যা অনেক আগেই প্রচার হয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, কিছু যে অনিয়ম হয়নি তা নয়। কিছু অনিয়ম হয়েছে। কিন্তু সব লোন সমন্বয় করে নির্বাচনের আগে তারা প্রকাশ করেছে তা সঠিক নয়।
সিপিডি দাবি করেছে উন্নয়ন বাজেটের ৭৫ শতাংশ আসে বৈদেশিক সাহায্য থেকে, এই কথা সম্পূর্ণ মিথ্যা, নির্বাচনের আগে তাদের সংবাদ সম্মেলন উদ্দেশ্যপ্রণোদিত বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।