দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) রিপোর্টের সমালোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বিএনপির ভাষা এবং টিআইবির ভাষা মিলে গেছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রতিদিন প্রেস কনফারেন্স করে যে কথাগুলো বলেন, সেগুলোকে একটু পরিশীলিত ভাবে টিআইবি উপস্থাপন করেছে বলে প্রতীয়মান হচ্ছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্রমন্ত্রী তার দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
তিনি বলেন, প্রকৃতপক্ষে বেশিরভাগ ক্ষেত্রেই টিআইবি গবেষণা না করেই শ্যালো (হালকা) কিছু বিষয় অর্থাৎ পত্রিকার রিপোর্ট এবং তড়িঘড়ি করে কিছু তথ্য উপাত্ত সংগ্রহ করে সেটার ভিত্তিতেই তারা প্রেস ব্রিফিং করে। এই রিপোর্টটিও আমার সেরকম মনে হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশি-বিদেশি পর্যবেক্ষকরা বলছেন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, সুন্দর, স্বচ্ছ নির্বাচন হয়েছে– সেটিকে ম্লান করার উদ্দেশ্যে টিআইবি এই রিপোর্টটি দিয়েছে।