বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বিবিপি, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি সস্ত্রীক এবং দুইজন সফরসঙ্গীসহ রয়্যাল মরক্কো বিমানবাহিনীর ইন্সপেক্টর মেজর জেনারেল মুহাম্মদ গাদিহ-এর আমন্ত্রণে মরক্কো গমন করবেন। শনিবার (২৭ জানুয়ারি) তিনি মরক্কোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
সফরকালে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান রয়্যাল মরক্কো বিমানবাহিনীর ইন্সপেক্টর জেনারেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সাক্ষাতকালে তারা দুই দেশের মধ্যকার পেশাগত এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।
এ ছাড়া বাংলাদেশ বিমানবাহিনী প্রধান রয়্যাল এয়ার স্কুলসহ বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করবেন। বিমানবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ বিমানবাহিনী ও রয়্যাল মরক্কো বিমানবাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়। বিমানবাহিনী প্রধান উক্ত সরকারি সফর শেষে ২ ফেব্রুয়ারি তারিখে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।