শৈত্যপ্রবাহ প্রশমিত হতে শুরু করেছে

শৈত্যপ্রবাহ উত্তরাঞ্চল থেকে পুরোপুরি প্রশমিত হতে আরও কিছুটা সময় লাগতে পারে। তবে ১৯ জেলার মধ্যে ১৩টিতে পরিস্থিতির উন্নতি হয়েছে। বর্তমানে ৬ জেলায় শৈত্যপ্রবাহের পাশাপাশি আরও ৮ জেলায় কিছুটা বেশি শীত অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে কিছু কিছু এলাকায় শৈত্যপ্রবাহ প্রশমিত হতে পারে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, উত্তরাঞ্চলের দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, পাবনা, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চুয়াডাঙ্গা এবং পূর্বাঞ্চলের মৌলভীবাজার জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর প্রভাবে শৈত্যপ্রবাহ না হলেও শীত কিছুটা বেশি অনুভূত হচ্ছে আরও ৮ জেলায়। জেলাগুলো হলো- নীলফামারী, যশোর, রাজশাহী, ভোলা, বরিশাল, পার্বত্য রাঙ্গামাটি, চট্টগ্রাম ও কিশোরগঞ্জ। এসব জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৬ থেকে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

গত ৮ ফেব্রুয়ারি উত্তরাঞ্চলে শুরু হওয়া মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের প্রভাব রোববার প্রশমিত হতে পারে। তবে কুয়াশা আপাতত কমছে না। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী বাহাত্তর ঘণ্টা সময়ে মধ্যরাতে শুরু হয়ে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। কোথাও কোথাও সকাল ১০টা পর্যন্ত কুয়াশা থাকতে পারে।

এদিকে আগামী মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

রাজধানীতে শনিবার (১০ ফেব্রুয়ারি) বাতাসের গতি ছিল পশ্চিম উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। রাজধানীর সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ২৬ দশমিক ৪ এবং ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপামাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ ডিগ্রি সেলসিয়াস।