জিম্মি নাবিকদের সংবাদ প্রকাশে সাবধানতা অবলম্বন জরুরি

সোমালীয় জলদস্যুরা ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ জিম্মি ইস্যুতে বাংলাদেশের গণমাধ্যমের উপর নজর রাখছে। তাই সংবাদ প্রকাশে সাবধানতা অবলম্বন করা জরুরি। শনিবার (১৬ মার্চ) সকালে চট্টগ্রাম মহানগরীর নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মন্ত্রী বলেন, স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশি টেলিভিশনগুলোর উপর নজর রাখছে জিম্মিকারী জলদস্যুরা। এই ইস্যুটিকে নিয়ে বেশি গুরুত্ব দেয়ায় এবং জিম্মি নাবিকদের পরিবারের প্রতিক্রিয়া দেখানোর ফলে নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানান মন্ত্রী। 

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, নাবিকসহ বাংলাদেশি জাহাজ জিম্মি ইস্যুতে সরকার কাজ করছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় জিম্মি নাবিকদের অক্ষত অবস্থায় ফিরিয়ে আনা হবে। ভারতের নতুন নাগরিকত্ব আইন নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়।  তারপরও প্রতিবেশী দেশ হওয়ায় বিষয়টির উপর নজর রাখছে বাংলাদেশ সরকার।