ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর সহায়তায় যুদ্ধজাহাজ এবং একটি দূরবর্তী টহল জাহাজ (এলআরএমপি) মোতায়েন করেছে ভারতীয় নৌবাহিনী। জিম্মি জাহাজসহ নাবিকদের উদ্ধারের পরিকল্পনা নিয়েছে ভারতের নৌবাহিনী।
রোববার (১৭ মার্চ) ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে এ তথ্য জানান সোমালিয়ার পুন্টল্যান্ডের বন্দর ও সামুদ্রিকপথ বিষয়ক মন্ত্রী আহমেদ ইয়াসিন সালাহ।
তিনি বলেন, আমরা দস্যুদের পুন্টল্যান্ডের উপকূলকে তাদের জাহাজ আটকে রাখা ও দস্যুতার স্থান হতে দেব না। আমরা আমাদের বন্ধুদের বার্তা দিয়েছি দস্যুদের হামলা চালানোর সুযোগ দেওয়া যাবে না।
এর আগে সোমালি জলদস্যুদের হাতে ছিনতাই হওয়া মাল্টার পতাকাবাহী জাহাজ এমভি রুয়েনকে মুক্ত করেছে ভারতীয় নৌবাহিনী। প্রায় ৪০ ঘণ্টার অভিযানে ৩৫ জলদস্যু ও ১৭ ক্রুসহ জাহাজটি নিয়ন্ত্রণে নেয় ভারতীয় নৌ সেনা ও কমান্ডোরা। অভিযানে ভারতীয় নৌ সেনা ও কমান্ডোরা যুদ্ধজাহাজ, হেলিকপ্টার এবং ড্রোন ব্যবহার করে।