ঈদুল ফিতরের সময় নৌপথে দুর্ঘটনায় এড়াতে ৪ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত বালুবাহী বাল্কহেড চলাচল সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে। এছাড়া লঞ্চের টিকিট কাটতে দিতে হবে জাতীয় পরিচয়পত্র। ঈদের আগে ও পরের দিন সাধারণ ট্রাক ও লরি ফেরিতে পারাপার বন্ধ থাকবে।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বুধবার (২৭ মার্চ) ফেরি, স্টিমার, লঞ্চসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে কর্মপন্থা গ্রহণের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।