সারা দেশে তীব্র দাবদাহ, হিটস্ট্রোকে ৭ জনের মৃত্যু

সারাদেশ তিন দিনের জন্য সতর্কতামূলক হিট অ্যালার্ট চলছে। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থার হিটস্ট্রোকে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ঢাকায় একজন, চট্টগ্রামে দুইজন, চুয়াডাঙ্গায় দুইজন, পাবনা ও গাজীপুরে এজন মারা গেছেন। শনিবার ও রোববার বিভিন্ন সময় তাদের মৃত্যু হয়।

ঢাকা: শনিবার বিকেলে রাজধানীর ফকিরাপুল এলাকায় এক বৃদ্ধ হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। প্রাথমিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। বিকেল পৌনে ৫টার দিকে ফকিরাপুল ট্রাফিক সিগন্যাল থেকে মরদেহটি উদ্ধার করে মতিঝিল থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর সাংবাদিকদের জানান, রোগে আক্রান্তের পাশাপাশি প্রচণ্ড গরমের কারণে মৃত্যু হতে পারে।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাঠে কাজ করার সময় হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে জাকির হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি দর্শনা থানার সীমান্তসংলগ্ন ঠাকুরপুর গ্রামের আমির হোসেনের ছেলে ও ঠাকুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি। এছাড়া চুয়াডাঙ্গার দামুড়হুদায় হিটস্ট্রোকে মর্জিনা খাতুন (৬০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, শনিবার (২০ এপ্রিল) বিকেল ৩টায় মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলায় তাপমাত্রা ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সন্ধ্যা ৬টায় সর্বোচ্চ ৪২.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

পাবনা: তীব্র দাবদাহে পাবনা শহরে সুকুমার দাস (৬০) নামে এক ব্যক্তি হিটস্ট্রোকে মারা গেছেন। পাবনা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জাহিদুল ইসলাম জানান, পাবনায় তীব্র গরমে হিটস্ট্রোকে একজনের মৃত্যু হয়েছে। মৃত সুকুমার দাস (৬০) পাবনা শহরের শালগাড়িয়া জাকিরের মোড়ের বাসিন্দা।

গাজীপুর: গাজীপু‌রের কোনাবা‌ড়ি‌র জেলখানা রোডে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হ‌য়ে‌ছে। ওই যুবকের নাম সোহেল রানা। তিনি গাজীপুর সিটি করপোরেশনের এনায়েতপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। শ‌নিবার (২০ এপ্রিল) বিকেলে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডিকেল কলেজ হাসপাতালের মর্গে পা‌ঠানো হয়।

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মেডিসিন বহির্বিভাগের রেসিডেন্ট ফিজিশিয়ান (আরপি) ডা. মো. শাহেদ উদ্দিন জানান, চট্টগ্রামে হিটস্ট্রোকে আক্রান্ত ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধের নাম ছালেহ আহমদ শাহ (৭০)। তার বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া এলাকায়। এদিকে একই জেলার বোয়ালখালী উপজেলায় সাফা নামের ছয় মাস বয়সী এক কন্যা শিশুর মৃত্যু ঘটে। শুক্রবার বিকেলে উপজেলার পশ্চিম শাকপুরা ২নং ওয়ার্ড আনজিরমারটেক সৈয়দ আলমের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। তার বাবার নাম মো. নিজাম উদ্দীন।

এদিকে খবর সংযোগের বরিশাল প্রতিনিধি জানায়, গরমে হিটস্ট্রোকে বরিশালের আমানতগঞ্জে মারা যাচ্ছে খামারের শত শত মুরগি। এখন পর্যন্ত ৭০০ মুরগি মারা গেছে। যশোরেও হিটস্ট্রোকে ৪ হাজার মারা মুরগি মারা যাওয়ায় খবর পাওয়া গেছে।