কাল থেকে কমতে পারে তাপমাত্রা, মিলেছে বৃষ্টির আভাস

চলমান তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। শহর থেকে গ্রামে সবখানেই সূর্যের তীব্র দহন। এ অস্বস্তি থেকে মুক্তি পেতে সবাই ব্যাকুল। এরই মধ্যে আবহাওয়ার অফিস আভাস দিয়েছে, তাপপ্রবাহ অব্যাহত থাকলেও তাপমাত্রা আগামীকাল বুধবার থেকে কমতে পারে। একই সঙ্গে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। তবে সব অঞ্চলে নয়, দেশের কোনো কোনো স্থানে।

আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে, আগামী ৪, ৫ মে থেকে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা বিভাগসহ দেশের কিছু কিছু জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হবে। বিশেষ কোন জেলায় দরকার হলে হিট অ্যালার্ট জারি করা হবে। 

সোমবার (২৯ এপ্রিল) আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানিয়েছেন, দেশের উত্তর-পূর্বাঞ্চলের ময়মনসিংহ, সিলেট, নরসিংদী ও গাজীপুরে এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম, ব্রাক্ষণবাড়িয়া, খাগড়াছড়ি, হাতিয়া, সন্দ্বীপসহ অন্যান্য জায়গায় বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার থেকে। এ সময় ঢাকায়ও বৃষ্টি নামতে পারে।