সোমালিয়ান জলদস্যুর কবল থেকে মুক্ত হওয়া বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে। আরব আমিরাতের মিনা সাকারা বন্দর থেকে চুনাপাথর নিয়ে ফিরছে এমভি আবদুল্লাহ সোমবার রাতে ৫৬ হাজার টন চুনাপাথর নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা হয়েছে। ১২ মে চট্টগ্রাম বন্দরে জাহাজটির নোঙর করার কথা রয়েছে বলে জানিয়েছে মালিক কর্তৃপক্ষ।
এর আগে জাহাজটি সোমালিয়া উপকূল থেকে আল হামরিয়া বন্দরে আসে। সেখানে ৫৫ হাজার টন কয়লা খালাসের পর জাহাজটি গত ২৭ এপ্রিল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় রওনা হয়। ৬ ঘণ্টা পর রাত দেড়টায় মিনা সাকারা বন্দরে পৌঁছায়।
কেএসআরএমের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম গণমাধ্যমকে বলেছেন, জাহাজটি সোমবার দিবাগত মধ্যরাতে মিনা সাকারা বন্দর ত্যাগ করেছে।
জাহাজে থাকা চট্টগ্রামের কর্ণফুলী এলাকার বাসিন্দা নাবিক মো. নুরুদ্দিন বলেন, ‘চুনাপাথর নিয়ে আমরা সোমবার রাতে মিনা সাকারা বন্দর ছেড়েছি। এমভি আবদুল্লাহর চট্টগ্রাম বন্দরে নোঙর করতে করতে ১১-১২ দিন সময় লাগবে।’
গত ১৪ এপ্রিল ভোররাতে জাহাজটি জলদস্যু মুক্ত হয়। এ সময় ৬৫ জন জলদস্যু জাহাজটি থেকে বোটে নেমে যায়। এ সময় ইউরোপীয় ইউনিয়নের দুইটি যুদ্ধ জাহাজের পাহারায় এমভি আবদুল্লাহ ঝুঁকিপূর্ণ এলাকা পার হয়। ১২ মার্চ দুপুর দেড়টার দিকে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুর কবলে পড়ে জাহাজটি।