কবে মার্কিন কোম্পানিগুলো অর্থ ফেরৎ পাবে, জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তিন দিনের সফরে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। মঙ্গলবার (১৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকায় আসেন। সফরের প্রথম দিনে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে দেড় ঘণ্টা বৈঠক করেছেন।

বৈঠক সূত্র জানা গেছে, জলবায়ু পরিবর্তন, ফিলিস্তিন ইস্যু, রোহিঙ্গাসংকট, মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এর পরে রাতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান আয়োজিত নৈশভোজে যোগ দেন ডোনাল্ড লু।

বৈঠক শেষে সালমান এফ রহমান বলেছেন, ডলার সংকটের কারণে বাংলাদেশে বিনিয়োগ করা মার্কিন প্রতিষ্ঠানগুলো তাদের লাভের অংশ নিজ দেশে নিয়ে যেতে পারছে না। এ অর্থ বাংলাদেশ থেকে কবে নিয়ে যাওয়া সম্ভব হবে, তা জানতে চেয়েছেন ডোনাল্ড লু। 

সালমান এফ রহমান বলেছেন, ডলার-সংকট নিয়ে আলোচনা হয়েছে। মার্কিন প্রতিষ্ঠানগুলো যারা ব্যবসা করছে, তারা অভিযোগ করছে, তাদের অর্থছাড়ে দেরি হচ্ছে। তারা এটাও বলেছেন, আমরা বুঝি বাংলাদেশের রিজার্ভের ওপর চাপ রয়েছে।’ বাংলাদেশ কত দিনে এ অর্থ পরিশোধ করতে পারবে, তা জানতে চেয়েছেন।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন, ‘আমরা আশাবাদী বাংলাদেশের রিজার্ভ বাড়বে। আমাদের রপ্তানি বাড়বে, রেমিট্যান্সও বাড়বে। মার্কিনদের জানিয়েছি যে যদিও আমাদের অর্থ পরিশোধে একটু সমস্যা হচ্ছে, একটু দেরি হচ্ছে, তবে আমাদের অর্থছাড় ক্রমাগত হচ্ছে। আমরা একেবারে অর্থছাড় বন্ধ করিনি।’

তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ফিলিস্তিনের বিষয়টিতে অনেক উদ্বিগ্ন। মার্কিনরা জানিয়েছেন, বাংলাদেশ যেমন স্থায়ী যুদ্ধবিরতি চায়, যুক্তরাষ্ট্রও তা চায়। সংকট সমাধানের দিকে যাচ্ছে বলে তাঁরা ইঙ্গিত দিয়েছেন। 

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন, র‌্যাবের স্যাংশন নিয়ে কথা বলেছি এবং বঙ্গবন্ধুর খুনিকে ফেরত দেয়ার বিষয়েও বলেছি। হাইড্রো পাওয়ারে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন লু।

বিএনপি নিয়ে আলোচনা হয়েছে কি না সাংবাদিকরা জানতে চাইলে সংবাদ সম্মেলনে উপস্থিত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, বিএনপি, বিরোধী দল, রাজনীতি, মানবাধিকার, গণতন্ত্র, নির্বাচন এগুলো কোনো কিছু নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলাপ তোলা হয়নি। এগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি।

সালমান এফ রহমান ছাড়াও নৈশভোজে আরও উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, তথ্যমন্ত্রী প্রতিমন্ত্রী আলী আরাফাত, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক রাষ্ট্রদূত ফারুক সোবাহান, ঢাকা স্কুল অব বিজনেসের চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান আহমেদ।

ডোনাল্ড লু বিমানবন্দর থেকে সরাসরি যুক্তরাষ্ট্রের দূতাবাসে যান। সেখানে এক ঘণ্টা অবস্থানের পর রাজধানীর গুলশানে পিটার হাসের বাসভবনে যান। সেখানেই সুশীলসমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, বাংলাদেশ সেন্টার ফর উইমেন ওয়ার্কার্স সলিডারিটির নির্বাহী পরিচালক কল্পনা আক্তার, পরিবেশ ও জলবায়ুবিষয়ক অধিকারকর্মী সোহানুর রহমান, মানবাধিকারকর্মী নুর খান লিটন ও শ্রমিক নেতা বাবুল আক্তার এই বৈঠকে উপস্থিত ছিলেন।

ওই বৈঠকে উপস্থিত একজন নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেছেন, জলবায়ু পরিবর্তন, ফিলিস্তিন ইস্যু, বাংলাদেশের মানবাধিকার ইস্যু ও রোহিঙ্গাসংকট নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে লু ফিলিস্তিন নিয়ে বাংলাদেশের মানুষের অবস্থান জানতে চেয়েছেন।

বৈঠকে লুকে বলা হয়, ফিলিস্তিনে গণহত্যার বিপক্ষে বাংলাদেশের অবস্থান। বাংলাদেশ ফিলিস্তিনের ঘটনায় উদ্বিগ্ন। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এ সময় ফিলিস্তিন প্রসঙ্গে বলেন, যুক্তরাষ্ট্র তাদের আগের অবস্থান কিছুটা পরিবর্তন করেছে।

বৈঠকে ডোনাল্ড লু জলবায়ু বিষয়ে বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলের মানুষের যেসব ক্ষতি হয়, তা নিয়ে কথা বলেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক জলবায়ু সংগঠনগুলো যেন উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য কাজ করে সেই আহ্বান জানান তিনি। পাশাপাশি মানবাধিকার পরিস্থিতি এবং গণমাধ্যমের স্বাধীনতাসহ নানা ইস্যুতে আলোচনা হয়।

ঢাকা সফরের প্রথম দিন এক আনন্দঘন আয়োজনে যোগ দেন ডোনাল্ড লু। ফুচকা তৈরির ভিডিও ফেসবুক এবং মাইক্রোব্লগিং সাইট এক্স-এ প্রকাশ করেছে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস। এই পোস্টে দূতাবাস লিখেছে, বলুন তো, কী রান্না হচ্ছে! ফুচকা আর ঝালমুড়ির বৈচিত্র্যময় স্বাদ তৈরি করতে আমরা মিলিত হয়েছি তারকা রাঁধুনি রহিমা সুলতানার সঙ্গে।

দূতাবাসের কর্মকর্তারা জানান, ঢাকার আমেরিকান ক্লাবে হয়েছিল মুখরোচক এই খাবার তৈরির আয়োজন। শেফ রহিমার আনা উপাদান দিয়ে ফুচকা তৈরি করে রসনা বিলাস করেছেন তারা।

গত ১৭ মাসের মধ্যে ডোনাল্ড লুর এটি তৃতীয় সফর। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে এটি উচ্চপর্যায়ের সফর।

সফরের দ্বিতীয় দিন বুধবার (১৫ মে) লু প্রথমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে এবং পরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করবেন। এরপর তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।