রিয়েল এস্টেট খাত থেকে রাজস্ব আদায়ের পদ্ধতি পরিবর্তন করার দাবি জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)৷
রোববার (৯ জুন) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ঘোষিত জাতীয় বাজেট (২০২৪-২০২৫) সম্পর্কিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান।
রিহ্যাব প্রেসিডেন্ট বলেন, আমরা রিয়েল এস্টেট খাত থেকে রাজস্ব আদায়ের পদ্ধতি পরিবর্তন করার অনুরোধ করবো। বর্তমানে রেজিষ্ট্রেশন ব্যয় অত্যাধিক। এর সাথে যদি করপোরেট ট্যাক্স যোগ করা হয় তাহলে রেজিষ্ট্রেশনের সর্বমোট খরচ প্রায় ৩০ শতাংশ। এবারের বাজেট পরবর্তী রেজিষ্ট্রেশন খরচ সবমিলিয়ে ৭% করার প্রস্তাব করছি৷
৭% এর ব্যাখ্যায় রিহ্যাব বলছে, গেইন ট্যাক্স ৮% থেকে কমিয়ে ২% করা, স্ট্যাম্প ফি ১.৫% অপরিবর্তিত রাখা, রেজিষ্ট্রেশন ফি ১% অপরিবর্তিত রাখা, স্থানীয় সরকার কর ২% থেকে কমিয়ে ১% করা, এআইটি ৫% পুরোপুরি বাতিল করা এবং মূল্য সংযোজন কর ৪.৫% থেকে কমিয়ে ১.৫% করার অনুরোধ জানানো হয়। অর্থাৎ ২২% থেকে কমিয়ে ৭% করার দাবি জানায় রিহ্যাব।
প্রস্তাবিত বাজেটের বিষয়ে রিহ্যাব বলছে, আবাসন খাতকে গতিশীল করার জন্য সরকারের যে ধরনের নীতি সহায়তা দরকার ছিলো তা বাজেটে দৃশ্যমান হয়নি।
সম্মেলনে উপস্থিত ছিলেন, ভাইস প্রেসিডেন্ট-১ লায়ন এম এ আউয়াল, ভাইস প্রেসিডেন্ট-২ মোহাম্মদ আক্তার হোসেন, ভাইস প্রেসিডেন্ট-৩ ইঞ্জি. আব্দুল লতিফ, ফাইন্যান্সের ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট হাজী দেলোয়ার হোসেন এবং পরিচালক ও প্রেস অ্যান্ড মিডিয়া স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মুহাম্মদ লাবিব বিল্লাহ প্রমুখ।