বিশ্ব বাবা দিবস আজ

আস্থা ও নির্ভরতার অপর নাম বাবা

আস্থা, ভরসা ও পরম নির্ভরতার নাম ‘বাবা’। শত দুঃখেও যেন সন্তানের কাছে কোনো প্রত্যাশা না রাখার নাম-ই বাবা। স্নেহের, শাসনের অনাবিল প্রশ্রয়ের নাম বাবা। প্রতিবছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্ববাসী বাবা দিবস হিসেবে পালন করে।

বাবা-সন্তানের সম্পর্কের মানদণ্ড নির্ভর করে বিত্তের ওপর। নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত এ তিন স্তরের বাবা-সন্তানের সম্পর্ক অভিন্ন নয়। সুনীল গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস, একদিন আমরাও.../বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই/ সেই রয়্যালগুলো, সেই লঠি-লজেন্স, সেই রাস-উৎসব/আমায় কেউ ফিরিয়ে দেবে না! ... কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখে না।’ বুঝতে বাকি থাকে না, এ এক স্বল্পবিত্ত বাবার বঞ্চিত সন্তানের কান্না।

Rasel

সন্তানকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় বাবারা শ্রমের শেষ বিন্দু দিয়েও দীর্ঘশ্বাসের আড়ালে নিজের অক্ষমতা লুকান। নিজের স্বাচ্ছন্দ্য, আরাম ভুলে গিয়ে শুধু সন্তানের ‘ভবিষ্যত’ গড়তে কায়ক্লেশে কাটিয়ে দেন সব কর্মক্ষমতা। 

সন্তানের প্রতি বাবার ভালোবাসা অনন্তকালের। জীবনের প্রতিটি ক্ষেত্রেই বাবারা সন্তানের পাশে থাকেন বটবৃক্ষের ছায়ার মতো। আগলে রাখেন যেকোনো সংকটে। সব চাওয়া-পাওয়া ও আবদারের একমাত্র ঠিকানা বাবা। নিজের সব চাহিদা বিসর্জন দিয়ে সন্তানদের খুশি করার নামই বাবা। বাবার হাত ধরে হাঁটতে শেখা। বাবার সঙ্গে প্রথম স্কুলে যাওয়া। বাবার কাছেই পৃথিবীর ভালো-মন্দ শেখা।

তাই সন্তানের কাছে বাবারা সব সময় ‘সুপার হিরো’। বাবাদের ঋণ কোনো দিন শোধ করার মতো নয়। তাই সম্মান জানাতে বাবাদের জন্য রয়েছে বিশেষ একটি দিন। এবার ঈদুল আজাহার একদিন আগে পালিত হচ্ছে দিবসটি। যা দিবসটিতে বাড়তি মাত্রা যোগ করেছে। কারণ, ঈদ ঘিরে সন্তানের যত খুশি তার বড় অনুঘটক হলেন বাবা নামের বটবৃক্ষ। ঈদে সাধ্য মতো সন্তানদের সব আবদার মেটান বাবা।

পৃথিবীর সব বাবাদের ভালোবাসা ও সম্মান জানাতে ১৯০৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম বাবা দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়। দেশটির ওয়েস্ট ভার্জিনিয়ার ফেয়ারমন্টে ৫ জুলাই দিবসটি পালিত হয়। পরে ১৯৬৬ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন জুনের তৃতীয় রবিবারকে আনুষ্ঠানিকভাবে বাবা দিবস হিসেবে নির্ধারণ করেন। পরবর্তীতে ১৯৭২ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন প্রতিবছর জাতীয়ভাবে বাবা দিবস পালনের রীতি চালু করেন। এরপর থেকে আজকের এই দিনে সারা বিশ্বে বাবা দিবস উদযাপন করা হয়।

বিশেষ এই দিনটিতে সব পরিকল্পনা করা হয় বাবাদের নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে বাবাদের নিয়ে স্মৃতিচারণ করে পোস্ট দেন অনেকে, কেউবা পোস্ট করেন বাবাদের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের ছবি।