হাছানের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, তার স্ত্রী ও ছেলে-মেয়েদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বিএফআইইউ সূত্রে এ তথ্য জানা গেছে।

গত বৃহস্পতিবার হাছান মাহমুদ, তার স্ত্রী ও মেয়ে এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় হয়। 

বিএফআইইউ ব্যাংকগুলোকে হাসান মাহমুদ, তারা স্ত্রী নুরান ফাতেমা ও মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব ধরনের টাকা তোলা বন্ধ করতে এই নির্দেশ দিয়েছে।

উল্লেখ্য, স্বৈরাচারি শেখ হাসিনার সরকার পতনের আগেই হাছান মাহমুদ স্বপরিবারে দেশ ছেড়েছেন বলে জানা গেছে। গত সপ্তাহের রবিবারও তিনি অফিস করেননি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।