৭ দিনের মধ্যে অবৈধ অস্ত্র জমার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী ৭ দিনের মধ্যে লুট হওয়া অস্ত্র থানায় জমা দিতে হবে। সোমবার (১২ আগস্ট) সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আগামী সোমবারের (১৯ আগস্ট) মধ্যে অস্ত্র জমা না দিলে অস্ত্র উদ্ধার অভিযান শুরু হবে। তখন অস্ত্র পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, দল পুনর্গঠন করেন আপত্তি নেই। তবে বিশৃঙ্খলার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না।

এর আগে রোববার (১১ আগস্ট) স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এখন থেকে পুলিশ চলবে পুলিশ কমিশনের নিয়ম অনুযায়ী। পুলিশকে আর লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহারের কোনো সুযোগ নেই। এখন থেকে পুলিশ চলবে পুলিশ কমিশনের নিয়ম অনুযায়ী। আপনি পুলিশ কমিশনকে অর্ডার দেবেন, সেটা তারা ভালো হলে করবে।

সাখাওয়াত হোসেন বলেন, আমি খুব স্পষ্টবাদী। এই পুলিশকে ব্যবহার করা হয়েছে লাঠিয়াল বাহিনীর মতো। পুলিশের হাতে প্রাণঘাতী অস্ত্র দেওয়া হয়েছে। পুলিশকে এই অস্ত্র দেওয়া ঠিক হয়নি। এটা যাতে ভবিষ্যতে না হয়।