মিরপুরের সাবেক পুলিশ সুপার জসিম রংপুরে গ্রেপ্তার

জুলাই-আগস্টে গণহত্যায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ঢাকার মিরপুরের সাবেক ডিসি (পুলিশ সুপার) জসিম উদ্দিনকে রংপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) সকালে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত জসিম উদ্দিনকে রংপুর থেকে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হচ্ছে। তার বিরুদ্ধে ১৫০ জন মানুষকে হত্যার অভিযোগ রয়েছে।

ট্র‍্যাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান বুধবার সকালে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

পুলিশের সাবেক ১৭ কর্মকর্তার বিরুদ্ধে গত ২৭ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারসহ অপর দুই বিচারকের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুলিশের সাবেক ১৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আগামী ২০ নভেম্বরে এদের ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেন।

গত ৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন অফিসে শতাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। গত ১৭ অক্টোবর শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয়।