সাগরে তেল-গ্যাস সন্ধান

কোনো বিদেশি কোম্পানি দরপত্র জমা দেয়নি 

গভীর সমুদ্রে খনিজ সম্পদ বিশেষ করে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে কোনো অগ্রগতি হচ্ছে না। গত ১৫ বছর ধরে বারবার দরপত্র আহ্বান করলেও কোনো বিদেশি কোম্পানি দরপত্র জমা দেয়নি। ফলে সাগরে তেল-গ্যাস সন্ধান কার্যক্রম থমকে আছে। 

বিগত আওয়ামী লীগ সরকারের সময় কয়েক দফা উন্মুক্ত দরপত্র আহ্বান করলেও কার্যত কোনো কাজে আসেনি। সর্বশেষ চলতি বছর দরপত্র আহ্বান করা হয়। বিদেশি কোম্পানিগুলোকে দরপত্রে অংশগ্রহণ করতে বিভিন্ন সভা-সেমিনার করার পাশাপাশি সুযোগ-সুবিধাও বাড়ানোর ঘোষণাও দেওয়া হয়েছে।

তবে শেষ পর্যন্ত সোমবার (৯ ডিসেম্বর) দরপত্র জমা দেওয়ার সময় অতিবাহিত হলেও কেউ সাড়া দেয়নি। বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন পেট্রোবাংলার কর্মকর্তারা।

এ ক্ষেত্রে বিদেশি কোম্পানিগুলো উৎপাদন বণ্টন চুক্তির (পিএসসি) শর্ত অনুযায়ী গ্যাসের দাম কম পাওয়ার আশঙ্কা এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিকে বিবেচনায় নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র জানায়, সর্বশেষ দরপত্র আহ্বান করা হলে গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে সাতটি বিদেশি কোম্পানি দরপত্রের নথি কিনেছিল। এটি আরও প্রতিযোগিতামূলক করতে তিন মাস সময় বাড়ানো হয়। দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল সোমবার দুপুর ১টা। এ সময় পর্যন্ত কোনো বিদেশি দরপত্র জমা হয়নি। পেট্রোবাংলার কর্মকর্তারা জানিয়েছেন, এখন নতুন করে পরিস্থিতি পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার বলেছেন, সাতটি আন্তর্জাতিক খ্যাতনামা কোম্পানি দরপত্র কিনেছিল। দুটি কোম্পানি ডাটা কিনেছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কেউই দরপত্র জমা দেয়নি। কেন দরপত্র জমা দেয়নি, এর কোনো কারণ জানা গেছে কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, কোনো কোম্পানি সেভাবে কিছু জানায়নি।