পদ্মাসেতু হয়ে ঢাকা-খুলনা রুটে ট্রেন চলাচল শুরু

খুলনা-ঢাকা রুটে নতুন ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’ চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোরে পদ্মাসেতু হয়ে প্রথমবার ঢাকার উদ্দেশে খুলনা ছেড়েছে ‘জাহানাবাদ এক্সপ্রেস’। 

পদ্মা সেতু হয়ে নতুন রুটে সময় লাগছে মাত্র পৌনে ৪ ঘণ্টা। দূরত্ব, যাতায়াতের সময় ও ভাড়া কম হওয়ায় রেলওয়ের এই উদ্যোগে খুশি যাত্রীরা। খুলনা থেকে অন্য ৩টি ট্রেনে অন্য রুটে ঢাকায় যেতে সময় লাগে ৭ থেকে ১০ ঘণ্টা।  তবে শীতকালে নতুন এই ট্রেন ছাড়ার সময়সূচি ভোর ৬টার পরিবর্তে ৭টায় ছাড়ার দাবি জানিয়েছেন কেউ কেউ।

খুলনা রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর ৬টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি ঢাকায় পৌঁছায় সকাল ৯টা ৪৫ মিনিটে। এটি আবার রাত ৮টায় ঢাকা থেকে ছেড়ে রাত ১১টা ৪০ মিনিটে খুলনায় পৌঁছানোর কথা রয়েছে।

প্রথম দিন খুলনা থেকে ৫৫৩ জন যাত্রী নিয়ে ছেড়ে যায় ট্রেনটি। রেলওয়ের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা খুলনা থেকে ট্রেনে করে ঢাকায় যান। তবে খুলনা প্রান্তে ছিল না কোনো উদ্বোধনী অনুষ্ঠান।