৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি হবে বিশ্ব ইজতেমা

আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে বিশ্ব ইজতেমা হবে বলে জানিয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। শনিবার (৪ জানুয়ারি) দুপুরে কাকরাইল মসজিদে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। 

তিনি বলেন, ‘৩১ জানুয়ারিতেই প্রথম পর্বের ইজতেমা হচ্ছে। তার কার্যক্রম চলমান আছে। এ নিয়ে কোনো সমস্যা নেই। তবে দ্বিতীয় পর্বের ইজতেমা সাদনপন্থীরা করতে পারবে কিনা তা প্রশাসনই ঠিক করবে।’

এর আগে, সরকারের কাছে ২০১৮ ও ২০২৪ সালের হত্যাকাণ্ড নানা সন্ত্রাসী কার্যকলাপের দায়ে সাদপন্থিদেরকে নিষিদ্ধ করার দাবি জানানো হয় এবং আগামী ১০ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ও ২৫ জানুয়ারি দেশের সব পর্যায়ের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে ওলামা সম্মেলন করার ঘোষণা দেয়া হয়েছে।

 

টঙ্গীতে সভা-সমাবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার

এদিকে, ঢাকার তুরাগ নদী এলাকায় ডিএমপির পক্ষ থেকে সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ কর্মসূচি স্থগিতের যে আদেশ জারি করা হয়েছিল তা প্রত্যাহার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।

শুক্রবার (৩ জানুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ ও তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় ডিএমপির পক্ষ থেকে সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ কর্মসূচি স্থগিতের যে আদেশ জারি করা হয়েছিল তা প্রত্যাহার করা হলো। যা ৩ জানুয়ারি থেকে কার্যকর হবে।

গেল বছর ১৭ ডিসেম্বর মধ্যরাতে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ দখল নিয়ে মাওলানা সাদ ও জুবায়েরপন্থিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন নিহত হন। এরপর ১৮ জানুয়ারি নিষেধাজ্ঞা জারি করা হয়।