শব্দদূষণ ও বায়ুদূষণে আমরা এক নম্বর: পরিবেশ উপদেষ্টা

ঢাকার মতো এত আওয়াজের শহর পৃথিবীতে আর কোথাও নেই বলে মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান। তিনি বলেন, শব্দদূষণ ও বায়ুদূষণে আমরা এক নম্বর।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে শব্দদূষণ নিয়ে কথা বলার সময় এ মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা।

তিনি বলেন, দেশের ৬৮ ভাগ বাস-ট্রাক চালক কানে শোনেন না। আগামী মাস থেকে আমরা হর্নের ক্যাম্পেইন শুরু করব।

সেখানে ছাত্র-ছাত্রীদের পাশে চাই বলেও জানান তিনি।

রিজওয়ানা হাসান বলেন, পলিথিন বন্ধের কাজ ২০০২ সাল থেকে শুরু হয়েছে। এরপর যখন ২০২৪ সালে আমরা আবার কাজটি শুরু করলাম, অনেকেই আমাদের উৎসাহ দিচ্ছেন। অনেকেই আবার মনে করছেন, কাজটি কেন এক্ষুনি হয়ে যাচ্ছে না। একটু অধৈর্য হয়ে যাচ্ছেন। অনেক নেতিবাচক কথা আমাদের শুনতে হয়। এটি কোনো সমস্যা নয়।

শিক্ষার্থীদের উদ্দেশে উপদেষ্টা বলেন, তোমরা দেখনি, আমরা দেখেছি, আমাদের বাবাদের পাটের চটের ব্যাগ নিয়ে বাজারে যেতে। বাংলাদেশে একটি তর্ক শুরু হয়ে গেছে যে বিকল্প নেই। এটি ঠিক না। প্রথাগতভাবেই পলিথিনের বিকল্প বহুকাল আগে থেকেই ব্যবহার হয়ে আসছে। আমাদের বাবারা যেটা নিয়ে বাজার করতে গেছেন, সেটিই আমাদের বিকল্প।

তিনি বলেন, আমরা শুধু পলিথিন শপিং ব্যাগ নিয়ে কাজ শুরু করেছি। এটি সবার স্বার্থে বন্ধ করতে হবে। না হলে আমরা আমাদের মাটি, নদী, লেক, বাঁচাতে পারব না।