ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশকে আন্তর্জাতিক মানের নির্বাচন করতে সহযোগিতা করবে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে ইইউ রাষ্ট্রদূত দেখা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে। আলোচনা হয়েছে নির্বাচন প্রস্তুতির অগ্রগতি নিয়ে। আলোচনা হয় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ১৫০ প্রস্তাব নিয়েও।
ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, পরবর্তী নির্বাচন নিয়ে কথা হয়েছে। আন্তর্জাতিক মানের নির্বাচন করতে বাংলাদেশকে সহযোগিতা করবে ইইউ।
গণতান্ত্রিক যাত্রায় নির্বাচন আয়োজন নিয়ে ইইউ সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে জানিয়ে সিইসি বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু করার সব রকম প্রস্তুতি নেয়া হবে। সংস্কারকে গুরুত্ব দিয়েছে ইইউ। তারা মনে করে সংস্কারের সময়টা কম হয়েছে।
এ এম এম নাসির উদ্দিন বলেন, ইসির স্বাধীনতা খর্ব হয় এমন কিছুতে আপত্তি জানানো হয়েছে। ইসির স্বাধীনতায় অক্ষুন্ন রাখতে একমত ইইউ।
ভোটের মাধ্যমে জনগণের আস্থা ফেরাতে কাজ করছে নির্বাচন কমিশন, এমন আশ্বস্ত করা হয়েছে ইউরোপীয় ইউনিয়নকে।