টঙ্গীর তুরাগ নদীর তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আজ রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১২ মিনিট থেকে ৯টা ৩৫ মিনিট পর্যন্ত এ মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোনাজাতে দেশ-বিদেশ থেকে আসা হাজারো মুসল্লি অংশ নেন। এসময় আল্লাহর দরবারে রহমত, মাগফিরাত ও কল্যাণ কামনা করেন তাঁরা। তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষস্থানীয় মুরুব্বি ও কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা যুবায়ের আহমেদ আখেরি মোনাজাত পরিচালনা করেন।
ইজতেমা ময়দানে আসা মুসল্লিরা চোখের জল ফেলে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন। তাঁরা নিজেরা যেন সঠিক পথে চলতে পারেন, মুসলিম উম্মাহর ঐক্য অটুট থাকে এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হয় এসব কামনা করেন।
এদিকে, আখেরি মোনাজাত নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ নিরাপত্তা-ব্যবস্থা নেয়। শনিবার রাত ১২ টা থেকে ইজতেমা ময়দানের আশেপাশে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
৫৮ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছিল ৩০ জানুয়ারি বাদ মাগরিব । আজ আখেরি মোনাজাত এর মধ্যে দিয়ে শেষ হলো প্রথম পর্বে প্রথম ধাপ। ৩ ফেব্রুয়ারি বাদ মাগরিব আম- বয়ানের মধ্যে দিয়ে শুরু হবে প্রথম পর্বে দ্বিতীয় ধাপ। এরপর ১৪ ফেব্রুয়ারি থেকে মাওলানা সাদ কান্ধালভীর অনুসারীদের তত্ত্বাবধানে শিরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।