তিতুমীর: ঢাকায় আটকা ৯ ট্রেন, শিডিউল বিপর্যয়ে ২০টি

সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের মহাখালীতে রেলপথ অবরোধের কারণে ঢাকায় আটকা পড়েছে ৯ টি ট্রেন। এর মধ্যে কমলাপুর স্টেশনে ছাড়ার অপেক্ষায় ৬টি ট্রেন। বনানী ও উত্তরা স্টেশনে ঢাকায় প্রবেশের অপেক্ষায় আরও ৩টি ট্রেন। সারা দেশে যাওয়া আরও ২০টি ট্রেনের শিডিউল জটিলতায় আছে।

কমলাপুর স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেইন সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য জানান।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মহাখালীতে রেলপথ অবরোধ করেন। এতে কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেন আটকা পড়ে। লাল পতাকা দেখিয়ে ট্রেনটি থামানো হয়।
 
সরেজমিন দেখা যায়, তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মহাখালী রেলগেটে লাইনের ওপর শুয়ে পড়েছেন। এর ফলে কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনটি আটকা পড়ে। বন্ধ হয়ে গেছে ঢাকার সঙ্গে পশ্চিম ও উত্তরাঞ্চলের ট্রেন চলাচল।

শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। অবরোধ চলাকালীন অ্যাম্বুলেন্স ও রোগী পরিবহনের গাড়ি ছাড়া অন্য গাড়ি চলতে দেবেন না।
 
আন্দোলনরত শিক্ষার্থীরা বিকেল সোয়া ৩টার দিকে কলেজের মূল ফটকের সামনে থেকে মিছিল নিয়ে মহাখালী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান । এ সময় শিক্ষার্থীদের ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘তিতুমীর আসছে, রাজপথ কাঁপছে’, ‘টিসি না টিউই, টিউই টিউই’, ‘আমার ভাই অনশনে, প্রশাসন কী করে’ ইত্যাদি স্লোগান ও  বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা গেছে।