শাহবাগে চাকরিপ্রত্যাশীদের পুলিশের লাঠিপেটা, জলকামান

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের বিক্ষোভ সমাবেশে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। আন্দোলনকারীদের টেনে-হিঁচড়ে সড়ক থেকে সরানোর চেষ্টাও করে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় জাদুঘরের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

আন্দোলনকারীদের ভাষ্য, তাদের নিয়োগ বাতিল করে যে রায় দেওয়া হয়েছে, সেটি ‘বৈষম্যমূলক’। বর্তমান সরকারই তাদের নিয়োগের সুপারিশ করে আবার তা বাতিল করেছে।

এক আন্দোলনকারী বলেন, ‘যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে সরব না।’

গত বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে কোটায় নির্বাচিত হওয়া ৬ হাজার ৫৩১ জনের ফল বাতিল করে হাইকোর্ট। আদালত মেধার ভিত্তিতে নতুন করে ফল প্রকাশের আদেশও দেয়।

এর আগে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৯ নভেম্বর হাই কোর্ট রুলসহ আদেশ দেন। আদেশে নিয়োগ প্রক্রিয়া ছয় মাসের জন্য স্থগিত করা হয়। ফলে ৬ হাজার ৫৩১ জন উত্তীর্ণ প্রার্থীর নিয়োগ আটকে যায়। বৃহস্পতিবার সেই রুলের ওপর রায় দেওয়া হয়।

এ অবস্থায় সোমবার দুপুরের দিকে নিয়োগ নিশ্চিতের দাবিতে শাহাবাগে অবস্থান নেন চাকরিপ্রত্যাশীরা।