শেখ হাসিনাকে পুরোপুরি থামাতে তৎপর ঢাকা

সম্প্রতি ভারতে বসে বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বক্তব্য নিয়ে দেশে উত্তেজনা সৃষ্টির একপর্যায়ে ছাত্র জনতা গুড়িয়ে দেয় ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি।

এরপর ঢাকা ও দিল্লিতে দুই দেশের দূতদের তলব-পাল্টা তলবের মুখে পড়তে হয়েছে। এমন পরিস্থিতিতে শেখ হাসিনা যাতে আর কোনো বক্তৃতা-বিবৃতি দিতে না পারেন, তা নিশ্চিতে জোর দিচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এই প্রচেষ্টার অংশ হিসেবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ওমানের মাসকাটে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সম্ভাব্য বৈঠকে বিষয়টি উত্থাপনের পরিকল্পনা রয়েছে ঢাকার।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলেছে, আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ওমানের মাসকাটে ইন্ডিয়ান ওশান কনফারেন্স অনুষ্ঠিত হবে। সেখানে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যোগ দেবেন। কনফারেন্সের সাইড লাইনে তাদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।

সূত্র বলছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপকে যে ভালোভাবে দেখার সুযোগ নেই, তা বৈঠকে এস জয়শঙ্করের কাছে তুলে ধরবেন পররাষ্ট্র উপদেষ্টা। পাশাপাশি ভারতে অবস্থান করে শেখ হাসিনা যেন বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি না করে, সেজন্য ব্যবস্থা নিতে আহ্বান জানানো হবে। মূলত শেখ হাসিনাকে পুরোপুরি থামানোতে জোর দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়।