আবারও উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা

গ্যাস সংকটের কারণে দীর্ঘ ১৩ মাস বন্ধ থাকার পর আবারও ইউরিয়া সার উৎপাদন শুরু করেছে সরিষাবাড়ির তারাকান্দি যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (জেএফসিএল)। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল থেকে ইউরিয়া সার উৎপাদন শুরু করে জেএফসিএল। তবে পুরোপুরি উৎপাদন কার্যক্রমে যেতে ৫-৭ দিন সময় লাগবে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। 

যমুনা সার কারখানার উপ-প্রধান প্রকৌশলী (রসায়ন) মো. ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, যমুনা সার কারখানায় নিরবিচ্ছিন্নভাবে সার উৎপাদনের জন্য দৈনিক ৪২-৪৩ পিএসআই গ্যাসের প্রয়োজন। গ্যাস সংকট দেখিয়ে ২০২৪ সালের জানুয়ারির ১৫ তারিখের দিকে গ্যাসের চাপ কমিয়ে দেয় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। যমুনা সার কারখানায় পর্যাপ্ত গ্যাস না থাকার কারণে ওই দিন যমুনা সার কারখানায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়।

যমুনা সার কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, গ্যাস সংকটের কারণে গত বছরের ১৫ জানুয়ারি থেকে কারখানায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ। বৃহস্পতিবার থেকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি গ্যাসের চাপ বাড়িয়ে দেওয়ায় উৎপাদন কার্যক্রম শুরু করা হয়েছে। পুরোপুরি উৎপাদনে যেতে সপ্তাহ খানেক সময় লাগবে।